
অ্যালান ডোনাল্ড
সাকিবের নিন্দা করার পরেই পদত্যাগ ডোনাল্ডের,
চরম হতাশা নিয়ে জানিয়েছেন,
শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে সাকিব আল হাসানের টাইমড আউট ইস্য়ুতে অ্য়ালান ডোনাল্ডের সঙ্গে বিতর্কের সূত্রপাত। সাকিব ম্যাথিউসকে টাইমড আউট হওয়ায় সাংবাদিকদের সামনে এসে নিন্দা করেছিলেন ডোনাল্ড। তিনি জানান, তাঁর রুচি বিরুদ্ধে এই ঘটনা, তিনি ক্ষমতায় থাকলে সাকিবকে এটা করতে দিতেন না। এতেই তাঁর উপর রেগে যায় BCB। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপরই দলীয় বৈঠকে ডোনাল্ড পদত্যাগের কথা জানান।
১১ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনেতে ম্যাচ রয়েছে বাংলাদেশের। জানা গিয়েছে এই ম্য়াচের পর ডোনাল্ড আর বাংলাদেশ যাবেন না। তিনি সরাসরি দক্ষিণ আফ্রিকায় চলে যাবেন। চলতি মাসেই তাঁর সঙ্গে BCB-র চুক্তি ছিল, তিনি চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন।
চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।
অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন
বাংলাদেশ দলকে আরও বড় ধাক্কা দিয়ে পদত্যাগ করলেন অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। ২০১৮ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন তিনি। তাঁরও চুক্তি শেষ হচ্ছে এই মাসে। জানা গিয়েছে BCB তাঁকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভ্রমণে ক্লান্তির জন্য তিনি সরে দাঁড়াচ্ছেন। তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে কাজ করবেন। এই দুই পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের হাওয়া।
তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাতকার দেন। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। এই খবরের সত্যতা জানতে চেয়ে ডোনাল্ডকে বার্তা পাঠানো হলে তিনি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন তিনি আর থাকছেন না, তবে তবে সেটা যে কোন সুখকর পন্থায় হচ্ছে না সেটাও বুঝিয়ে দেন এই কোচ, 'বাব্বা! আমি জানি কে এই সভায় ছিলেন, আমি জানি এটা কে। যেভাবে এটা বর্ণনা করা হলো তা দারুণ। হ্যাঁ, আমার শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।'
'হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি।'
ঘটনাটি কী?
১১ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনেতে ম্যাচ রয়েছে বাংলাদেশের। জানা গিয়েছে এই ম্য়াচের পর ডোনাল্ড আর বাংলাদেশ যাবেন না। তিনি সরাসরি দক্ষিণ আফ্রিকায় চলে যাবেন। চলতি মাসেই তাঁর সঙ্গে BCB-র চুক্তি ছিল, তিনি চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন।
চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।
পদত্যাগ করলেন অ্যানালিস্টও
![]() |
সাকিব আল হাসান |
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। এই খবরের সত্যতা জানতে চেয়ে ডোনাল্ডকে বার্তা পাঠানো হলে তিনি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন তিনি আর থাকছেন না, তবে তবে সেটা যে কোন সুখকর পন্থায় হচ্ছে না সেটাও বুঝিয়ে দেন এই কোচ, 'বাব্বা! আমি জানি কে এই সভায় ছিলেন, আমি জানি এটা কে। যেভাবে এটা বর্ণনা করা হলো তা দারুণ। হ্যাঁ, আমার শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।'
বাংলাদেশের পেসারদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ্য ছিলো বলেও জানান তিনি, 'হ্যাঁ বন্ধু, আমার দারুণ এক যাত্রা ছিল। এই পেস বোলিং গ্রুপটা ছিলো আমার বন্ধুর মতন। আমি ভাষায় প্রকাশ করতে পারব না কতটা তারা প্রথম দিন থেকে আমার কতটা আপন হয়ে গিয়েছিলো। ইবাদত, খালেদ, তাসকিন এদের মতোন দুর্দান্ত এক পেস বোলিং গ্রুপের সঙ্গে কাজ করা আমি উপভোগ করেছি।'
ওটিস গিবসন চলে যাওয়ার পর ২০২২ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডোনাল্ডকে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিলো তার দায়িত্ব। পরে গত ফেব্রুয়ারিতে মেয়াদ বাড়িয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়। পেসাররা ভালো করায় এই বিশ্বকাপের পরও তার কোচ হিসেবে থাকার আলোচনা ছিলো। কিন্তু বিশ্বকাপের মাঝে আচমকাই সব বদলে গেলো।
0 Comments